নীলফামারীর সৈয়দপুরে বিটুমিন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার কর্মীরা জানান, এম আর আর কন্স্ট্রাকশনের বিটুমিন তৈরির কারখানার ব্রয়লার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। এতে কারখানার মূল্যবান মেশিন, কপার কোয়েল ও কারখানার ভেতরে একটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফাইয়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে হয়।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এনামুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনিটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সুত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাবে না।