নীলফামারীর জলঢাকায় চলন্ত রিকশাভ্যানের চাকায় ওড়না পেচিয়ে রাবেয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ ময়দানেরপার এলাকায় ওই ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের স্ত্রী।
এলাকাবাসী জানায়, পাশ্ববর্তী মীরগঞ্জ হাট থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানে অন্য যাত্রীদের সঙ্গে বাড়ি ফিলছিলেন রাবেয়া। পথে দক্ষিণ বেরুবন্দ ময়দানেরপার এলাকায় চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হন তিনি। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জলঢাকা থানার মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মোমিন খান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘দূর্ঘটার পর স্থানীয় লোকজন ওই গৃহবধূকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী প্রক্রিয়া গ্রহনের বিষয়টি চলমান আছে’।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…