সনাক এর উদ্যোগে সকল প্রাথমিক বিদ্যালয়ে গুনগত শিক্ষা নিশ্চিতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে আয়োজিত অধিপরামর্শ সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারীর সভাপতি মো. আকতারুল আলম রাজু।
নীলফামারী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জছিজুল আলম মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু ও টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর এতে অংশগ্রহণ করেন।
টিআইবি-সনাক এর প্যাকটা প্রকল্পের আওতাভুক্ত বালাপাড়া (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়- এ একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত সমস্যা/অভিযোগ/পরামর্শসমূহ সভায় উত্থাপন করেন সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু। উত্থাপিত অভিযোগসমূহ যথাযথভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন কর্তৃপক্ষ। একইসাথে, সেই আলোকে উপজেলার সকল বিদ্যালয়ে কাঙ্খিত শিক্ষা নিশ্চিতে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বিষয়ে নিশ্চয়তা প্রদান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
উল্লেখ্য, টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত নীলফামারী সনাক প্যাকটা প্রকল্পের আওতায় জেলা সদরের বিভিন্ন সেবাদানকারি সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কমিউনিটির সাধারণ জনগণের সমন্বয়ে একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করেছে। এবং এসিজি সদস্যদের নিয়মিত মনিটরিং এ প্রাপ্ত তথ্য প্যাকটাএপস এর মাধ্যমে সংগৃহিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সেগুলো সমাধানে কাজ করছে সনাক ও এসিজি গ্রুপ।