পবিত্র রমজান মাস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৯ মার্চ) সকাল নয়টায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে মাঠে এক হাজার মানুষকে ওই খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ।
“অল ইন ওয়ান ৮৯’ সংগঠনের আহবায়ক ও সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব জি এম কামরুল হাসান শামীম।
“অল ইন ওয়ান ৮৯’ সংগঠনের সদস্য কথাসাহিত্যিক আকমল সরকার রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদস্য ডা. মো. আবু সাঈদ টিটু প্রমুখ।
অনুষ্ঠানের সৈয়দপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত এক হাজার মানুষের প্রত্যেককে ১০ কেজি চাল, দুই কেজি মশুর ডাল, এক কেজি ছোলা, দুই লিটার সয়াবিন তেল ও নগদ দুই শত টাকা প্রদান করা হয়েছে।
ওই দিন বিতরণ অনুষ্ঠানের অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, অল ইন ওয়ান ’৮৯ সংগঠনটি হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ১৯৮৯ সালের শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায়, গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নানা রকম কর্মসূচি পালন করে আসছে। এ সবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার সামগ্রী, শীতবস্ত্র ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন গাছের চারা বিতরণ প্রভূতি।
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান কর্মসূচি পালিত হচ্ছে
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-২৫ এর সহযোগিতা ও সমন্বয়ে মাসব্যাপী ইয়ুথ ফেস্টিভাল(তারুণ্যের উৎসব) বাস্তবায়নের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তরই ধারাবাহিকতায় এই ফেস্টিভালের বিভিন্ন…