
বেকার করো নিরসন, দেশের হবে উন্নয়ন, অপেক্ষার সময় শেষ, জেগে ওঠো বাংলাদেশ এই স্লোগান করে ডিমলা নীলফামারী ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা সমন্বয়ে ন্যাশনাল সার্বিস কর্মরত যারা ছিলেন ছিলেন তাদের আয়োজনে, ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থানী করণের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা পালন করা হয়।
২১ মে দুপুরে তিস্তা ব্যারেজে ডিমলা উপজেলা ন্যাশনাল সার্ভিস সভাপতি শফিকুল ইসলাম এর সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা,হাতীবান্ধা উপজেলা ভাই চেয়ারম্যান আনারুল হক মিরু, আসাদুজ্জামান বাচ্চু সাধারণ সম্পাদক নাগেশ্বরী,আসাদুজ্জামান খসরু সভাপতি কুড়িগ্রাম, মোতাহার হোসেন সভাপতি হাতীবান্ধা উপজেলা, সুলতান আলী সাধারণ সম্পাদন ষ্টার সার্ভিস ডিমলা।
এ সময় বক্তাগণ শেখ হাসিনা কে মানবতার মা উল্লেখ করে বলেন, যখন দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন আপনি দেখছেন, আপনার এ স্বপ্নের সঙ্গে আমরাও একমত। তবে আপনার
শিক্ষিক বেকার সন্তানদের ২০১৩ সালে আপনার অধিনস্ত থেকে ডিমলা উপজেলা ২৩৫১ জন এবং হাতিবান্ধা উপজেলা ২১৮৮ জন শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগদানে যে সহায়তা আপনি করেছেন।তা শেষ হওয়ার পর বেকারত্বের কষ্ট আরো দ্বিগুন বেরেছে। বর্তমানে আমাদের পায়ের তলায় মাঠি নেই।আপনি অনেক প্রকল্পকে সরকারী আওতায় এনেছেন। আমাদের দিক সুবিবেচনা করে ন্যাশনাল সার্বিস কর্মসূচি প্রকল্প স্থায়ী করণ করে বেকারত্বের মতো অভি সপ
থেকে মুক্ত করে দু মুঠো ডাল ভাত খেয়ে বাঁচার অধিকার দিবেন।