নীলফামারী ডোমার উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৮ই মে অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করার পর নীলফামারী জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের গণ বিজ্ঞপ্তি জারি করেছেন।
তফশিল অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট আগামী ১৫ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। মনোয়ন পত্র বাছাই ১৭ এপ্রিল, আপিল ১৮এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহার ২২এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ই মে। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত।
ডোমার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩হাজার ৮৪জন, মহিলা ভোটার ১ লাখ ২২হাজার ৩জন এবং হিজরা ভোটার ১জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৫টি, ৫৮৫টি কক্ষে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুর-ই আলম।