পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব অসহায়সহ মনির উদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ২০০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন নীলফামারী বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে সদরে কুন্দুপুকুর ইউনিয়নের কুন্দুপুকুর গ্রামের ওই মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে ইফতার বিতরন করেন, ৫৬ বিজিবির লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (এডি) জসিম উদ্দিন, ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মাসুদ রানা, সংবাদ কর্মীসহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
সহকারী পরিচালক জানান, ব্যাটালিয়নের নিজশ্ব ব্যবস্থাপনায় সরকারী নির্দেশনা মেনে ২০০ জনের মাঝে ইফতারীর আয়োজন করা হয়। তিনি বলেন, এটাই আমাদের প্রথম ইফতার মহফিল। পরবর্তী নির্দেশনা ফেলে এর পরিধি বাড়ানো হবে।
নীলফামারীতে সমবায় দলের কর্মীসভা অনুষ্ঠিত
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। এ সময় জেলা…