ইউনিয়ন পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়িতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এসময় পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিরেন্দ্রনাথ শর্মা, ইউপি সদস্যরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় সকল স্তরের মানুষকে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রমে অংশ নেয়ার জন্য আহবান জানানো হয়।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…