আকিব শিকদার
এক হাতে কাঁচা আম, মুঠোফোন অন্য হাতে
মেয়েটা হয়তো বলছিল কথা তার প্রেমিকের সাথে
খড়ের গাদায় হেলান দিয়ে বসে, নির্জন তটে
মুখে তার সূর্যের আভা, ঠোঁটে তার হালকা হাসির ভাঁজ
জিহ্বাতে টক খাওয়া টংকার, সাথে চুমুর আওয়াজ
টক খেতে খেতে চুমু বিনিময় মজারই বটে।
আমার চোখে চোখ পড়তেই পালিয়ে গেল সে লজ্জাতে
এক হাতে কাঁচা আম, মুঠোফোন অন্য হাতে।