নীলফামারী সদরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২০ মার্চ) সকালে শহরের জোরদরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শহরের জোরদরগা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরও একজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং একজন নীলফামারী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভিরুল ইসলাম বলেন, নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।