নীলফামারীর সৈয়দপুরে যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার শহরে বিসমিল্লাহ ফল ভান্ডার ও আল-শামস হোটেলে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্বদেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম। এ সময় সাথে ছিলেন র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার মেহেদী হাসান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামসুল আলম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. আজাহারুল ইসলাম বলেন, অতিরিক্ত মূল্যে খেজুর বিক্রয় ও ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় বিসমিল্লাহ ফল ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি কাপড়ে দেওয়া রং ব্যবহার করে খাবার বিক্রয় করায় আল-শামস হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।