রবিবার , ২১ মে ২০২৩ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

‘আমাদের আন্দোলন জনগনের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন’নীলফামারীতে বিএনপির সমাবেশে যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল

প্রতিবেদক
admin
মে ২১, ২০২৩ ৫:২৩ পূর্বাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন,‘আমাদের আন্দোলন জনগনের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন, ক্ষমতা আমাদের কাছে মূখ্য নয়। এ আন্দোলন বাংলাদেশের জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন।’
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের পৌর সুপার মার্কেটে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্য মুল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডসেডিংসহ চলমান আন্দোলনের ১০ দফা দাবিতে দেশ ব্যাপী কর্মসূচি অংশ হিসেবে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বিএিনপি নেতাকর্মীদের গুম-মামলা-হামলার কথায় বলেন,‘এতো মামলা খাবার পরেও, জনে জনে গুম হবার পরেও সারা বাংলাদেশে বিএনপির একজন নেতার মুখের, একজন কর্মীর নেতার মুখের ম্লোগান কেড়ে নিতে পারেন নাই।’
প্রধান অতিথি আরও বলেন, ‘২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপির নামে এক লক্ষ মামলা হয়েছে। ৩৭ লক্ষ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। ৬০০ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। এখনো ইলিয়াস আলীর স্ত্রী তাঁর স্বামীর অপেক্ষায় আছেন। ইলিয়াস আলীর সন্তানেরা তাঁর পিতার অপেক্ষায় আছেন, এখনো চৌধুরী আলমের পরিবার অপেক্ষায় আছেন। কখন দরজায় এসে কড়া নারবেন তাদের প্রিয়জন।’
দ্রব্য মুল্যের উর্দ্ধগতির কথা বলতে গিয়ে হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘বাজারে প্রতিটা জিনিসের দাম ধরা ছোয়ার বাহিরে। গরিব মানুষেরা মাসে একবারও তাদের সন্তানদের মুখে মাংস তুলে দিতে পারছেন না। ভালো মাছ খাওয়াতে পারছেন না। মানুষ হাসতে হাসতে বাজারে যায়, কাঁদতে কাঁদতে ফিরে আসেন।’ এসময় নীলফামারী শহরে বিএনপির চাহিদা অনুযায়ী স্থানে সমাবেশের অনুমতি না দেওয়ার ব্যাপারে প্রশাসনের কড়া সমালোচনা করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির জেষ্ঠ সহ সভাপতি সোহেল পারভেজ। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, সহ সভাপতি মোস্তফা হক প্রধান, মীর সেলিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সেফাউল জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আল মাসুদ চৌধুরী, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল, জেলা যুবদলের সভাপতি এইচ এম সাইফুল্লাহ প্রমুখ।

সর্বশেষ - নীলফামারী

আপনার জন্য নির্বাচিত

সৈয়দপুরে সহস্রাধিক ফলন্ত কলাগাছ কেটে ধ্বংস

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রতিশ্রুতিকে জানায় সাধুবাদ

নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-মিরাজরা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু

নীলফামারীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ পরিচালককে সংবর্ধনা ও জেলা শিক্ষাকর্তাকে বরণ অনুষ্ঠিত

জনবল সংকটেও সৈয়দপুর রেল কারখানায় ঈদযাত্রায় মেরামত হচ্ছে ১২০ কোচ

সৈয়দপুরে বন্যার্তদের জন্য ফান্ড সংগ্রহে তারুণ্যের অঙ্গীকার সংগঠনের সভা 

চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

আর্থসামাজিক উন্নয়নে ব্যাংকিংখাত এবং আধুনিক পরিষেবা প্রদানে জনগণের আস্থা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘মেকানিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাবরেটরি’র উদ্বোধন