নীলফামারী চেম্বারের ভোটে সম্মিলিত ব্যবসায়ী পরিসদ জয় লাভ করেন

নীলফামারীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২৬ মেয়াদের পৃথক দুইটি প্যানেলের নির্বাচন শেষ হয়েছে। দ্বি-বার্ষিক এই নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিসদ প্যানেলর নেতা মো. মিজানুর রহমান ১ হাজার ১১৯ ভোট পেয়ে জয় লাভ করেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি প্যানেলে ছিলেন, ব্যবসায়ী ঐক্য পরিসদের নেতা এসএম শফিকুল আলম ডাবলু। তিনি ভোট পেয়েছেন ৭৪৬টি।
শনিবার (৯ মার্চ) রাতে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সস্মনায়ক আরিফ হোসেন মুন।
ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যানিকেতন স্কুল মাঠে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ গ্রুপে ১২টি পদে ২৪জন প্রার্থী ও সহযোগী গ্রুপে ৫টি পদে ১০জন মোট ৩৪ প্রতিদ্বন্ধিতা করেন।
সম্মিলিত ব্যবসায়ী পরিসদের সাধারণ গ্রুপে আব্দুল ওয়াহেদ সরকার ১ হাজার ১০৩ ভোট, মনিরুল ইসলাম সুইডেন ১হাজার ১১৭ভোট, আতিয়ার রহমান ১ হাজার ০৯৩, রুকুনুজ্জামান সরকার লেমন ১হাজার ০০৬ভোট, মফিজার রহমান ১ হাজার ০৩৮ভোট, মোকছেদুল ইসলাম মোকছেদ ৯৭৯ভোট, আরমান হাবীব ৯৮৫ভোট পেয়েছেন।
অপরদিকে, সামিউল ইসলাম শাওন ১হাজার ০৯৮ভোট, দেলোয়ার হোসেন ৮৮৩ভোট, মাহবুবর রহমান মনি ৮৬৬ভোট ও মোহাম্মদ আসাদুজ্জামান রাশেদ ৮৭৮ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সহযোগী গ্রুপে পাঁচজনের মধ্যে মো. নওশাদ আলম ৬২৫ভোট, আখতার সিদ্দিকী পাপ্পু ৬০৭ভোট, নাঈম ইসলাম জীবন ৫৯৫ভোট, রিপন কুন্ডু ৫৬৯ভোট ও মানু হোসেন ৪৯৬ভোটে নির্বাচিত হয়েছেন।
আরিফ হোসেন মুন জানান, ‘উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের মূল্যবান ভোট প্রদান করেন। দুইটি প্যানেলের সকল প্রার্থী সুষ্ঠু ভোট পরিচালনায় যথেষ্ট সহযোগিতা করছেন। সাধারণ গ্রুপে ভোট পড়েছে ৮৪.৬৯ শতাংশ ও সহযোগী গ্রুপে ভোট পড়েছে ৮২.৩৪ শতাংশ।’
উল্লেখ্য, চেম্বারের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯২৭টি। এরমধ্যে সাধারণ ভোটার ১ হাজার ৯৪০জন, সহযোগি ভোটার ৯৬৩জন, সাধারণ গ্রুপের ২৪জন ভোটার রয়েছে।

  • Related Posts

    আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

    নীলফামারীর ডিমলায় ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করেন ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আরাফাত…

    Continue reading
    নীলফামারীতে কালের বির্বতনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্য মৃৎশিল্প

    কালের বির্বতনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী মৃৎশিল্প। নীলফামারী সদর উপজেলা ও সৈয়দপুর উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী মৃৎশিল্প দুইটি সরকারি পৃষ্ঠপোষকতা ও নানাবিধ সমস্যার কারণে আজ বিলুপ্তির পথে। এক সময়ে মাটির জিনিসপত্র…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি