‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা।’ নীলফামারীতে নানা আয়োজনে বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও শিশুদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা।
‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন। সভা শেষে বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী তিনজনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী নেত্রী, গণমাধ্যম কর্মী ছাড়াও বেসরকারী সংস্থার উন্নয়ন কর্মীরা কর্মসুচিতে অংশ গ্রহন করেন।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…