‘বঙ্গবন্ধুর সোনার দেশ,স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীতে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনার সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিসদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, জেলার ছয় উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, শফিকুল ইসলাম, দরিবুল্যা সরকার, প্রিতোম সরকার, নূর রেজা, সাজিয়া সরকার, পরিদর্শক রবিউল ইসলামসহ কৃষক ও পাট ব্যবসায়ীরা।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পাট আইন ২০১০ অনুযায়ী ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনিসহ ২২ টি পন্যের পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে। তিনি বলেন, এই আইন ভঙ্গের দায়ে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে। এছাড়াও পাট আইন ২০১৭ রয়েছে।
আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীর ডিমলায় ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করেন ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আরাফাত…