নীলফামারীর জলঢাকায় বালিকাদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল চারটার দিকে উপজেলার পাঠাপনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইইএসএস)। টুর্নামেন্টে শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে বালাপাড়া গাবরোল কাচারী বালিকা উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পঞ্চাশ মিনিটের খেলার উভয় দল গোলের লক্ষে প্রবল আক্রমণ চালায়। প্রথমার্ধের শেষের দিকে শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয় বালিকা দল ১টি গোল করে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলটি পরিশোধে মরিয়া হয়ে উঠে বালাপাড়া গাবরোল কাচারী বালিকা উচ্চ বিদ্যালয় দল। কিন্তু শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয় বালিকা দল রক্ষণাত্বক ভুমিকা রাখায় গোল পরিশেধের সুযোগ হারিয়ে সমতায় ফিরতে ব্যর্থ হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্লান ইণ্টারন্যাশনাল বাংলাদেশের হেড অব সেন্ট্রাল এ- নর্দান রিজিয়নের মো. আশিক বিল্লাহ। এসময় মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এডুকেশন স্পেশালিস্ট মো. মঞ্জুর আল খালেদ, ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, পাঠান পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, শিমলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিশ চন্দ্র রায়, বালাপাড়া গাবরোল কাচারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী, ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী মো. জমিল, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন এবং রানারর্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
নীলফামারীতে সমবায় দলের কর্মীসভা অনুষ্ঠিত
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। এ সময় জেলা…