
দেশের সমৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের জন্য, এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে।
১৮ মে দুপুরে উপজেলার ১০ নং পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ মাঠে রংপুর বিভাগীয় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (RDRIIP -2) এর আওতায় খগাখড়িবাড়ী ইউপি অফিস হতে পূর্ব ছাতনাই ইউপি অফিস পর্যন্ত প্রায় ৩ কি:মি: কাঁচা রাস্তা পাকা করণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এ সব কথা বলেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান এর সভা প্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়,এলজিইডি সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু সায়েম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুজন, বীর মুক্তি যোদ্ধা কোরবান আলী, ডিমলা থানা ইন্সপেক্টর তদন্ত আঃ রহিম, ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাাস ফেরদৌসি কনস্ট্রাকশন, মেসার্স আলা আমীন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সামিউল হাসান শিমুল, ঠিকাদার রাকিবুল ইসলাম রাকিব, রশিদুল ইসলাম প্রমূখ। একই দিনে উপজেলার ৯ নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন এর তেলির বাজার মোড়ে চেয়ারম্যান ময়নুল হক এর সভাপতিত্বে উপরোক্ত ব্যক্তিদের উপস্থিতিতে কেয়ার রাস্তা হতে BWDB বাঁধ ভায়া টেপাখড়িবাড়ী ফেডারেশন অফিস পর্যন্ত ১২৯০ মিটার কাচা রাস্তা পাকা করণ কাজের শুভ উদ্বোধনের করেন।