জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা বুধবার ১৩ ফেব্রুয়ারি ১১টায় নীলফামারী ডেমক্রেসিওয়াচ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা প্রকল্পের বাস্তবায়নে উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটির আয়োজনে এবং জেলা অপরজিতা নেটওয়ার্ক কমিটির সভাপতি দৌলত জাহান ছবির সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটির সভাপতি মাসুদা আক্তার মিনি। এছাড়া নীলফামারী সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল খায়ের বিটু, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব জর্জ, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইব্রাহিম তালুকদার, রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলাম, কচুকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ চৌধুরী, পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াহেদুল ইসলাম সরকার, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হেদায়েত আলী শাহ্ ফকির, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী নারী-পুরুষ সম-অধিকার বিশ্লেষণ এবং সমভাবে কাজ করার পরিবেশ তৈরীর উপায়সহ নারীর প্রতি জেন্ডার সংবেদনশীলতা চিহ্নিত করণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়। সভায় সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব ও সংরক্ষিত নারী সদস্যসহ ৬১ জন উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন প্রকল্পের এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং কো-অর্ডিনেটর আরফিনা আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মসূচী সমন্বয়কারী মুহাম্মাদ নাজমুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর আব্দুল মুন্নাফ ও নাদিরা আক্তার।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…