![](https://www.nilphamaribarta.com.bd/wp-content/uploads/2024/01/received_1850263305427192.jpeg)
নীলফামারীর ডিমলা উপজেলায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ বিষয়ক একদিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩১-জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ডিমলা, নীলফামারী এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, রংপুরএর আয়োজনে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হলরুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ ফারুক আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই-আলম সিদ্দিকী, অনুষ্ঠিত সেমিনারে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোছাঃ আমেনা পারভীন। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবির সহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। সেমিনারে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে আগ্রহী ৮০ জন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ গ্রহন সহ সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।