নীলফামারীতে শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিশুটির পিতা জাকারিয়া শেখ(৫৫)।
এনিয়ে গত ১৪ মে মৃত শিশুটির পিতা জাকারিয়া শেখ শিশু সন্তান ইয়াহিয়াকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জানা যায়, নীলফামারী সদরে হাড়োয়া গ্রামে গত ১৩ মে রাত ২টার সময় জাকারিয়া শেখ(৫৫), তার দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকার বাড়িতে নিজ শয়নকক্ষে চার মাসের পুত্র সন্তান ইয়াহিয়া আপনকে শ্বাসরোধ করিয়া হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে মৃত শিশুর মা নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে নীলফামারী থানা পুলিশ মামলার আসামি জাকারিয়া শেখকে গ্রেপ্তার করে।