আগামী ০৭ই জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ২ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দিন সরকার নৌকা মার্কা বিজয় হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ ভাগ, ২য় স্থানে আছেন জাতীয় পার্টির নাঙ্গল মার্কা লেঃ কর্ণেল (অবঃ) মোঃ তছলিম উদ্দিন,৩য় স্থানে বিএনএম নোঙর মার্কা জাফর ইকবাল সিদ্দিকী,৪র্থ স্থানে আছেন ব্যারিষ্টার ইমরান কবির চৌধুরী স্বতন্ত্র ট্রাক মার্কা,বাকি তিন জন সিরাজুল ইসলাম বিএনএফ-টেলিভিশন, মখদুম আজম মাশরাফী জেপি-বাইসাইকেল, এন কে আলম চৌধুরী তৃণমূল বিএনপি-সোনালী আঁশ এদের প্রচার ও সমর্থক মাইক ও মিছিলের মধ্যে সীমাবদ্ধ।
ডোমার-ডিমলা নীলফামারী-১ পৌরসভা সহ ২১ টি ইউনিয়নে মোট ভোট সংখ্যা- ৪,২৯০৯৫, এর মধ্যে পুরুষ- ২,১৬৮২৯, মহিলা-২,১২২৬৪,হিজরা-২ জন।
কয়েক দিন ধরে ভোটের জন্য ব্যপক প্রচার ও মাইকিং চলছিল এর মধ্যে নৌকা মার্কা প্রার্থীর জন্য কর্মী,নেতা, সমর্থকগণ দ্বারে দ্বারে গিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার ও নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করে। এক জরিপে জানা গেছে ভোট কেন্দ্রে যাওয়ার ও ভোট দেওয়ার আগ্রহ আছে কিন্তু নানা ভয়-ভিতী, হরতাল, ধর্মঘট নানা কারনে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা উপস্থিতি কম হতে পারে।