সোমবার , ১৫ মে ২০২৩ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

চিত্রনায়ক ফারুক মারা গেছেন

প্রতিবেদক
admin
মে ১৫, ২০২৩ ৫:১৮ পূর্বাহ্ণ

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়েছে। বাংলা ট্রিবিউনকে তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন নায়ক ফারুকের ভাগনি ফৌজিয়া।

এই অভিনয়শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের ওই হাসপাতালে দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন নায়ক ফারুক। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ছিল পুরোনো বেশ কিছু শারীরিক জটিলতাও।

সবশেষ ২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান এই অভিনেতা। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়।

১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার তার অভিষেক হয়। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা কবরী। এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। 

অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’ ইত্যাদি। পাঁচ দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অভিনয় করেন বহু দর্শকপ্রিয় চলচ্চিত্রে। ‘মিয়া ভাই’ চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে ‘মিয়া ভাই’ হিসেবে খ্যাতি পান।

অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সর্বশেষ - নীলফামারী

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ যেন মশার প্রজনন খনি, মশা আর দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, কয়েল জ্বালিয়েও কাজ হচ্ছে না

নীলফামারীতে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত

বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কী নিজেদের প্রমাণ করতে পারবে?

ডোমারে নাইটকোচের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত

দুই দিনের সফরে রংপুর বিভাগে আসছেন বস্ত্র ও পাট মন্ত্রী

দুই দিনের সফরে রংপুর বিভাগে আসছেন বস্ত্র ও পাট মন্ত্রী

জানো প্রকল্পের আওতায় কমিউনিটি সাপোর্ট গ্রুপের বিদায়ীসভা ,শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (ফাস্ট এইড বক্্র ও ষ্ট্রেচার) বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নীলফামারী

একদিকে হরতাল-অবরোধ অন্যদিকে ভারতীয় আলু আমদানীতে কমছে আলুর বাজার ফসলের মাঠে আগাম আলু চাষীদের কান্না আমদানী বন্ধের দাবি কৃষকদের

একযোগে ১০৪ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি

ধর্ষনের চেষ্টা ব্যর্থ হয়ে,সপ্তম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে হত্যার চেস্টা

সৈয়দপুরে পৌর মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ