সোমবার , ১৫ মে ২০২৩ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মোস্তাফিজ ফিরলেন, ফিরলো বাংলাদেশও

প্রতিবেদক
admin
মে ১৫, ২০২৩ ৫:০২ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান ফুরিয়ে গেছেন। ক্রিকেট পাড়ায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি চর্চিত কথা এটিই। যে মোস্তাফিজ হয়ে উঠেছিলেন বাংলাদেশ দলের অটোমেটিক চয়েজ, বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব ছিল যার কাঁধে, সেই মোস্তাফিজকে এখন প্রায়ই বসে থাকতে হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি। রবিবার শেষ ম্যাচে শরিফুল ইসলামের বদলে একাদশে সুযোগ মেলে তার। সেই ফুরিয়ে যাওয়া-হারিয়ে যাওয়া মোস্তাফিজ ফিরে এলেন, খুব ভালো করেই ফিরে এলেন! আর তাতে করে বাংলাদেশ ৪ রানের অবিশ্বাস্য এক জয়ে পৌঁছে গেলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিন নম্বরে।

চেমসফোর্ডে তৃতীয় ম্যাচে ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি সফরকারীরা। ৭ বল আগেই তামিমের দল আউট হয় ২৭৪ রানে। মাঝারি মানের এই লক্ষ্যে খেলতে নেমে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু তামিমের দারুণ অধিনায়কত্বে ম্যাচটিতে শেষ হাসি হাসতে পারে বাংলাদেশ। পুরো ইনিংসেই তামিম তার বোলিং আক্রমণকে দারুণভাবে ব্যবহার করেছেন। অ্যান্ডি বালবির্নি-পল স্টার্লিংয়ের ১০৯ রানের জুটির পর বাংলাদেশকে অস্বস্তিতে রেখেছিলেন হ্যারি টেক্টর-লরকান টাকার। বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলাই করছিলেন তারা। দুজনে ৭৯ রান তুলে ছুটছিলেন শতরানের জুটির দিকে। 

জুটি ভাঙতে শেষ চেষ্টা হিসেবে তামিম নিয়ে এলেন নাজমুল হোসেন শান্তকে। প্রথম চার বলে দুই রান খরচ করলেন শান্ত। এরপর পঞ্চম বলে আউটসাইড অফের শর্ট বলে টেক্টর উড়িয়ে খেলেছিলেন। কিন্তু লং অনে দাঁড়ানো লিটনের হাতে ধরা পড়তেই শান্তর পকেটে ঢুকে যায় প্রথম আন্তর্জাতিক উইকেট। শান্তর এমন ব্রেক থ্রুর পর সুনিপুণভাবে পরের কাজটুকু করেন মোস্তাফিজ। আগের সাত ম্যাচে শুধু তিন উইকেট নেন তিনি। 

ছন্দে না থাকায় মোস্তাফিজের বদলে অন্যদের নিয়মিতই সুযোগ হচ্ছিল। দ্বিতীয় ম্যাচে শরিফুল ব্যর্থ হওয়ায় অনেকটা বাধ্য হয়েই তাকে একাদশে রাখতে হয়েছে। বাঁহাতি এই পেসার গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠে বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি। শুরুতেই স্টিফেন ডোহেনিকে ফেরানো মোস্তাফিজ তার শেষ ৩ ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিয়েছেন। বিশ্বকাপের আগে এমন ছন্দময় মোস্তাফিজের অপেক্ষাতেই গোটা দেশ। এদিন সব মিলিয়ে দশ ওভারে ৪৪ রান খরচায় বাঁহাতি এই পেসারের শিকার চারটি উইকেট। এনিয়ে দশবারের মতো চার উইকেট শিকার করেছেন তিনি। 

এমন অবিশ্বাস্য ম্যাচ জিততে মোস্তাফিজের আগে শান্তর যেমন অবদান আছে, তেমনি অবদান আছে হাসান মাহমুদেরও। ৪৯তম ওভারে অভিষিক্ত মৃত্যুঞ্জয় ১৪ রান দিলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১০ রানের। প্রথম দিকে আইরিশ ব্যাটারদের মার খাওয়া হাসান শেষ ওভারে করলেন বাজিমাত। প্রথম বলেই অসাধারাণ স্লোয়ারে বোল্ড করেন অ্যাডায়ারকে। ১ বল পর আবার স্লোয়ার, এবার পরাস্ত ম্যাকব্রাইন। আয়ারল্যান্ড শেষ পর্যন্ত নিতে পারে ৫ রান। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে বাংলাদেশ জয় পায় ৫ রানে। ২-০ ব্যবধানে জিতে সিরিজ নিজেদের পকেটে পুরলো লাল-সবুজ জার্সিধারীরা।

রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্যদিয়ে বাংলাদেশের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের মিশন শেষ হয়। ওয়ানডে অধিনায়ক তামিম গত বছর জানিয়েছিলেন, সুপার লিগে চতুর্থ হয়ে বিশ্বকাপ খেলতে চান, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য হলো বাংলাদেশ সেরা চারে থেকে শেষ করবে। আপনি যদি ৭ বা ৮ নম্বর হয়ে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেন তাহলে সেটা কোনও পার্থক্য তৈরি করে না। যদি আমরা সেরা চারে থেকে যেতে পারি সেটাই একটা বড় ব্যাপার হবে। অধিনায়ক হিসেবে চারে থেকে শেষ করাই আমার লক্ষ্য।’

তামিম তার কথা খুব ভালো করেই রেখেছেন। চার নম্বর নয়, আরও একধাপ ওপরে তারা। যৌথভাবে হিসেব করলে দুই নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে না গেলে বাংলাদেশ তিনটি ওয়ানডে জিতলে দুই নম্বরে থাকতে পারতো। ২৪ ম্যাচে ১৭৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে নিউ জিল্যান্ড। ইংল্যান্ড ও বাংলাদেশ ১৫৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে অবস্থান করছে। ভারত ২১ ম্যাচে ১৩৯ পয়েন্টে আছে চার নম্বরে। ১৩০ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান পাঁচ নম্বরে।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশে ধারাবাহিক ভাবেই সাফল্য পেয়ে আসছে। আইরিশদের বিপক্ষে ভিন্ন কন্ডিশনে বাংলাদেশে কতটা প্রভাব বিস্তারকারী ক্রিকেট খেলতে পারে সেটিই ছিলো দেখার। বিশ্বকাপের বছরে আইরিশ মিশন খুব ভালো করেই শেষ করলো তামিমের দল। ওয়ানডে সুপার লিগে যেভাবে অপ্রতিরোধ্য ক্রিকেট খেলেছে বাংলাদেশ, বিশ্বকাপেও তেমন ধারাবাহিক ক্রিকেটই দেখতে চায় বাংলাদেশের ভক্তরা।

সর্বশেষ - নীলফামারী

আপনার জন্য নির্বাচিত

জলঢাকায় মাসব্যাপী ইফতার মাহফিলের শুভ উদ্বোধন

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই মাহমুদুউল্লাহ

সৈয়দপুরে তিন তিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

দেশের ৫৮ জেলায় গৃহহীন-ভুমিহীন কেউ থাকছে না

দেশের ৫৮ জেলায় গৃহহীন-ভুমিহীন কেউ থাকছে না

বাংলাদেশের জন্য চাল নিয়ে আসছে পাকিস্তানি জাহাজ

নীলফামারীতে ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করে অনলাইন প্রতারনা, চার প্রতারক গ্রেপ্তার

সৈয়দপুরে বোতলাগাড়ীতে মানবিক সহযোগিতা ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শত কম্বল বিতরণ

মানবিক দিক বিবেচনায় অটোরিকশা বন্ধ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মানবিক দিক বিবেচনায় অটোরিকশা বন্ধ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ড. ইউনূসের মামলায় সরকার কোনো পক্ষ নয়, লিগ্যাল এক্সপার্টদের নিয়ে আসার পরামর্শ

ড. ইউনূসের মামলায় সরকার কোনো পক্ষ নয়, লিগ্যাল এক্সপার্টদের নিয়ে আসার পরামর্শ