নীলফামারীর জলঢাকায় বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকালে উপজেলার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) টুর্নামেন্টের আয়োজন করে।
খেলায় রশিদপুর বালিকা স্কুল এ- কলেজ দল ৫-৪ গোলে খারিজা গোলনা দিঘিরপাড় বালিকা উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
নির্ধারিত ৫০ মিনিটে কোন দল গোল করতে না পারায় গড়ায় ট্রাইব্রেকার পর্যন্ত। এরপর ট্রেইব্রেকারে ৫-৪ গোলে রশিদপুর বালিকা স্কুল এ- কলেজ দল জয় পায়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, মীরগঞ্জ ইউপি সদস্য মিজানুর রহমান, পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজা আক্তার, রশিদপুর বালিকা স্কুল এ- কলেজ সহকারী শিক্ষক আব্দুল গাফ্ফার, পাঠানপাড়া ক্রীড়া চক্রের সভাপতি রইছুর জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী মো. জমিল।