নীলফামারীতে বাবার বিরুদ্ধে ৪ মাসের শিশু সন্তান হত্যার অভিযোগ। মাদ্রাসা শিক্ষক বাবা গ্রেপ্তার

নীলফামারীতে স্ত্রীরসঙ্গে কলহের জেরে চার মাসের ছেলে সন্তানকে শাস্বরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক বাবা একেএম জাকারিয়া শেখের (৫৫) বিরুদ্ধে। গত শুক্রবার রাত তিনটার দিকে জেলা শহরের দক্ষিণ হাড়োয়া ফকিরগঞ্জ গ্রামের এ ঘটনা ঘটে।
শনিবার দুপুরে থানায় মামলা দায়ের হলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। জাকারিয়া শেখ সৈয়দপুর উপজেলার সোনাখুলি কামিল মাদ্রাসার প্রভাষক পদে রয়েছেন।
এলাকাবাসী জানায়, চার মাস বয়সী শিশু সন্তান ইয়াহিয়া খান রাতে বাবা মায়ের কাছে ঘুমায়। রাত তিনটার দিকে মা আয়শা সিদ্দিকা মমতা (৪৫) ঘুম থেকে জেগে সন্তানের শরীর ঠান্ডা ও নিথর দেখতে পেয়ে চিৎকার করেন। এলাকাবাসী এগিয়ে এসে শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটিকে শাস্বরোধ করে হত্যার বিষয়ে উপস্থিত লোকজনের সন্দেহ হলে বাবা একেএম জাকারিয়া শেখকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মামলা ও পারিবারিক সূত্র মতে, জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে মাদ্রাসা শিক্ষক একেএম জাকারিয়া শেখের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় পৌর শহরের হাড়েয়া ফকিরগঞ্জ গ্রামের আয়শা সিদ্দিকা মমতার (৫০)। ওই শিক্ষকের প্রথম স্ত্রীর মৃত্যু হলে মমতাকে দ্বিতীয় বিয়ে করেন। তেমনি আয়শা সিদ্দিকা মমতারও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে শিক্ষক জাকারিয়া নিজ বাড়ি ছেড়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই গ্রামে বসবাস করে আসছিলেন।
আয়শা সিদ্দিকা মমতা বলেন,‘মুই কাবিন নামার কাগজ চাইছিনু স্বামীর কাছোত। কাবিন নামার কাগজ না দিয়া মোর সঙ্গে ঝগড়া লাগায়। এলা ছাওয়াটাক মারি ফেলে মোক চুড়ান্ত কাবিন নামার কাগজ দিয়া গেইল।’
নীলফামারী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহফুজার রহমান বলেন, ‘জমি জমা ও চার মাসের শিশু সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ চলে আসছিল। শুক্রবার ঘুমানোর পর রাত তিনটার দিকে আয়শা সিদ্দিকা মমতা ঘুম থেকে জেগে তার শিশু সন্তানের শরীর ঠান্ডা এবং নিথর দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা সেখানে গিয়ে বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ শিশুটির বাবা একেএম জাকারিয়াকে আটক করেন।’
নীলফামারী সদর থানার পরিদর্শক (অপারেশন) পলাশ মন্ডল বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা আয়শা সিদ্দিকা মমতা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামী একেএম জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় শিকার করেছেন। ওই মামলায় জাকারিয়ার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০) ও মেয়ে আয়শা সিদ্দিকাকে (২৬) আসামী করা হয়েছে।’
এদিকে জাকারিয়ার প্রথম স্ত্রীর মেয়ে আয়শা সিদ্দিকা প্রিয়াংকা মুঠো ফোনে বলেন,‘ সৎ মায়ের নানা অত্যাচারে আমার বাবা অনেকটা বিকারগ্রস্ত হয়ে পড়েনে। কিছুদিন আগেও আমি তাকে (বাবা) ঢাকায় এনে চিকিৎসা করাই। এ ঘটনার সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই।’

  • Related Posts

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখায় সাধারণ সম্পাদক পদে মো. আতাউর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী এবিএম শফিকুল ইসলাম ২৪ ভোট পেয়ে পরাজিত…

    Continue reading
    নীলফামারীতে আশার বিনামূল্যে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

    আশার প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীতে বিনামূল্যে দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় কার্যালয়ের ফিজিওথেরাপি সেন্টারে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প…

    Continue reading

    সকল

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    চিরিরবন্দরে এবি পার্টির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

    চিরিরবন্দরে এবি পার্টির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

    ১৪ ফেব্রুয়ারি উদ্‌যাপনের আগে একবার ভাবুন : আহমাদুল্লাহ

    ১৪ ফেব্রুয়ারি উদ্‌যাপনের আগে একবার ভাবুন : আহমাদুল্লাহ

    অনিরাপদ বোধ করছি : পরীমণি

    অনিরাপদ বোধ করছি : পরীমণি

    ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

    ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

    জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মহিলালীগ নেত্রী ববি গ্রেপ্তার

    সৈয়দপুরে মহিলালীগ নেত্রী ববি গ্রেপ্তার

    তিস্তা বাঁচাও নদী বাচাঁও প্রচারনা ও পথসভা

    তিস্তা বাঁচাও নদী বাচাঁও প্রচারনা ও পথসভা

    আজ নির্বাচন কমিশনে যাবে জামায়াতে ইসলামী

    আজ নির্বাচন কমিশনে যাবে জামায়াতে ইসলামী