বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ফজরের নামাজের পর পৃথিবী অন্যরকম মনে হয় : অভিনেতা সিদ্দিক

প্রতিবেদক
admin
মে ১১, ২০২৩ ৫:২৯ পূর্বাহ্ণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। টেলিভিশন নাটকের পরিচিত এ মুখ অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করে থাকেন। তবে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।সোশ্যালে এ অভিনেতা ক্যারিয়ার, রাজনীতি ও ব্যক্তিজীবন নিয়ে মাঝে মাঝেই নিজের মতামত জানিয়ে থাকেন। মাঝে মাঝে ধর্ম নিয়েও কথা বলেন তিনি। এবার ফজরের নামাজের পর নিজের ভালোলাগার কথা জানালেন সিদ্দিক।

বৃহস্পতিবার (১১ মে) ভোর ৪টা ৫৫মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিনেতা লেখেন, ‘সকালে ফজরের নামাজের পর পৃথিবীটা অন্যরকম মনে হয়। সত্যিকারে পৃথিবীকে উপভোগ করতে চাইলে প্রত্যেকটি মুসলমানকেই ফজরের নামাজ পড়তে হবে।’তিনি আরও লেখেন, ‘তাহলে পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারবেন। আল্লাহপাক প্রতিটি মুসলমানকে ফজরের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন... আমিন।’অভিনেতার এ পোস্টটিতে অধিকাংশ নেটিজেন সহমত পোষণ করেছেন। অনেকে তার ধর্মভীরুর প্রতি ভালোবাসাও জানিয়েছেন।

সর্বশেষ - নীলফামারী