নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার শ্লোগানে আগামী ২৫নভেম্বর শুরু হচ্ছে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন দফতরটির সহকারী পরিচালক রোখসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, প্রেস ক্লাব সভাপতি তাহমিন হক ববী । এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীগন এতে অংশ নেন।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, ২৫নভেম্বর থেকে ৩০নভেম্বর সারাদেশে একযোগে এই সপ্তাহ চলবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ বিষয়ক নানা কর্মকান্ড উপস্থাপন ছাড়াও বিশেষ সেবা প্রদান করা হবে এই সময়ে।