শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: আসাদুজ্জামান নুর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১১, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ

নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেছেন, বিদেশে বসে ষড়যন্ত্র করলেও বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, জাতির পিতার স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ে তুলবো। আসাদুজ্জামান নুর আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ অবিচল। আন্দোলন সংগ্রামে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। যুবলীগ শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে কাজ করছে। যুব সমাজকে আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ নিয়েছেন। তিনি যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। যুব সমাজের উচিৎ হবে এই সুযোগ গ্রহণ করে নিজেদের আত্বমর্যাদাশীল একটি স্থানে উপনীত করা।
শনিবার(১১ নভেম্বর) বিকালে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশের আয়োজন করে জেলা যুবলীগ।
জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ রমেন্দ্র বর্ধন বাপীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিদ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজুল হক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক আবুজার রহমান, ওয়াদুদ রহমান, জেলা যুবমহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তী প্রমুখ।
এর আগে নানান আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহরের চৌরঙ্গীমোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বঙ্গবন্ধু ও শেখ মনির প্রতিকৃতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন যুবলীগের সব ইউনিটের নেতা-কর্মীরা এ সময় অংশ নেন।

সর্বশেষ - নীলফামারী