বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। জয় নিয়ে নিজেদের সম্মানরক্ষা করতে চায় ইংলিশরা। আর ডাচদের মিশন ইংল্যান্ডকে হারিয়ে আরও একটি ইতিহাস গড়া।
আজ বুধবার (৮ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু দুপুর আড়াইটায়।
এবারের আসরে সাত ম্যাচ খেলে ইংলিশরা জয় পেয়েছে মাত্র এক ম্যাচে, সেটিও বাংলাদেশের বিপক্ষে। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে আজ মাঠে নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। লিয়াম লিভিংস্টোন এবং মার্ক উডের পরিবর্তে দলে আছেন হ্যারি ব্রুক এবং গাস অ্যাটকিনসন।
এদিকে আজ ইংল্যান্ডকে হারাতে পারলে ডাচদের সামনেও সুযোগ থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটার। সে লক্ষ্যে আজ নেদারল্যান্ডস খেলতে নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। সাকিব জুলফিকারের বদলে আজ খেলবেন তেজা নিদামানুরু।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, হ্যারি ব্রুক , ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও গাস অ্যাটকিনসন।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’দাউদ, ওয়েসলি বেরেসি, কলিন অ্যাকারম্যান, তেজা নিদামানুরু, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।