নীলফামারীতে বন্যায় ক্ষয়ক্ষতি রোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এণ্ড প্রমোশনের অধীনে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তৃতা দেন ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েত আলী শাহ্ ফকির, কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. আব্দুর রউফ, সাংবাদিক ভুবন রায়র নিখিল প্রমুখ।
কর্মশালায় বন্যা, ভূমিধ্বস, বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে করণীয় বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করেন বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের সাকিবুর রহমান ও মুস্তাকুল হাসান।
স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা, ইমাম-মুয়াজ্জিন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অয়শ নেন ওই কর্মশালায়।