
আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিুপুর্ন ও উৎসবমূখর পরিবেশে পালনের লক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ((১৪ অক্টোবর) সকালে পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় তিনি পৌর এলাকায় শান্তিপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশে পুজা উদযাপনের জন্য সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি বলেন, জলঢাকা পৌরসভা সবসময় আপনাদের পাশে আছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক মৃত্তঞ্জয় রায়, কমিশনার হাবিবুর রহমান মন্টু, আবুল বাশার মিন্টু, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, রুহুল আমিন, হাফিজুর রহমান, সামছুন্নাহার শাপলা ও আলমসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ প্রমূখ। এবারে পৌরসভায় ২৫ মন্দিরে পুজা উদযাপন হবে। জলঢাকা পৌরসভা এই সভার আয়োজন করে।