নীলফামারীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। মঙ্গলবার(১০ অক্টোবর) সকালে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে নীলফামারী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দাড়িয়ে ওই কর্মসূচি শুরু করা হয়।
কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের জেলা শাখার সভাপতি নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম। অন্যান্যের মধ্যে অংশ নেন কলেজের উপাধ্যক্ষ মাহবুব উর রহমান ভুইয়া, কলেজ শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, নুরুল করিমসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
আন্দোলনকারীরা আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফশিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বর্হিভুতদের প্রত্যাহার ও বিসিএস শিক্ষা ক্যাডারের সকল নায্য দাবি মানার আহ্বান জানান।