নীলফামারীতে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(১০ অক্টোবর) দিনব্যাপী জেলা সদরের অদূরে নটখানায় টিএলএম প্রশিক্ষণ কেন্দ্রে ওই সভা অনুষ্ঠিত হয়। টিআইবির সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সভার আয়োজন করে। উক্ত সভায় সচেতন নাগরিক কমিটির সদস্য ছাড়াও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন (এসিজি) গ্রুপের সদস্যরা অংশ নেন।
এসময় সনাক সভাপতি তাহমিনুল হক সভাপতিত্বে বক্তৃতা দেন টিআইবি রংপুর অঞ্চলের সমন্বয়কারী কমল কৃষ্ণ সাহা, সনাক সহ-সভাপতি মিজানুর রহমান লিটু, জাহানারা রহমান ডেইজি, সদস্য প্রহল্লাদ চন্দ্র দাস, আকতারুল আলম রাজু, নাসিমা বেগম, ফারজানা ইয়াসমিন ইমু, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, ইতা হাসদা, টিআইবির এলাকা সমন্বয়কারী আসাদুজ্জামান, ইয়েস গ্রুপের দলনেতা জাহিদ হাসান ও সহ-দলনেতা মোনালিসা তামান্না, সাখাওয়াত হোসেন, গোড়গ্রাম ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এসিজির আঞ্জুয়ারা বেগম ও হালিমা আক্তার, টুপামারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এসিজির জামাল উদ্দিন ও শরিফুল ইসলাম, সদর উপজেলা ভূমি অফিস এসিজির বাবুল হোসেন ও সোনামনি আক্তার, বালাপাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজির রানু আক্তার, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজির চামেলী রানী রায় ও নিয়তি রায়, টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজির আসাদুজ্জামান, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এসিজির গীতা রানী রায়, নীলফামারী আদর্শ উচ্চ বিদ্যালয় এসিজির মুসা আলী ও শাকিলা আক্তার তানিয়া প্রমুখ।
বক্তারা দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় করে শিক্ষনীয় বিষয়, চ্যালেঞ্জ সমূহ এবং ভবিষ্যৎ করনীয় তুলে ধরেন। শেষে সেখানে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করার সনাক সভাপতি তাহমিনুল হক ববী।
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান কর্মসূচি পালিত হচ্ছে
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-২৫ এর সহযোগিতা ও সমন্বয়ে মাসব্যাপী ইয়ুথ ফেস্টিভাল(তারুণ্যের উৎসব) বাস্তবায়নের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তরই ধারাবাহিকতায় এই ফেস্টিভালের বিভিন্ন…