
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ২০২২-২০২৩ অর্থ বছরের নীলফামারী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুকুলে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয় নীলফামারীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার ০৪ অক্টোবর দুপুর ১১.০০ ঘটিকায় চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী। সভাপতিত্ব করেন আবু বক্কর সিদ্দীক, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিদ মাহমুদ, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, নীলফামারী। অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয় নীলফামারী এর মোট ১৫টি চেক বিতরণ করা হয়।