
নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে সদর উপজেলা যুবলীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শাহিদ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস প্রদান করা হয়েছে। জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন ও নূরে আলম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, অর্থ বিষয়ক সম্পাদক শাহ মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রনবানন্দ রায় রাখাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ সদর উপজেলা যুবলীগের আওতাধীন পনেরটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এছাড়াও পৌর ও ওয়ার্ডের নেতৃবৃন্দগণ এ সময় উপস্থিত ছিলেন।