সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ডোমারে ভোক্তার সাথে প্রতারনা,মাদার ডেন্টাল কেয়ার’কে ২৫হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
ডোমার প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

নীলফামারীর ডোমারে মাদার ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি ডোমার শহরস্থ মাদার ডেন্টাল কেয়ারে নিয়মিত অভিযানে আসেন। অভিযানকালে ম্যাজিস্ট্রেট পরিলক্ষিত করেন, ডেন্টাল কেয়ারে চিকিৎসকের বিলবোর্ড টাঙ্গিয়ে নিজেই চিকিৎসাসেবা দিতেন ওই ডেন্টাল কেয়ারের স্বর্ত্বধিকারী রাসেল আহমেদ।ম্যাজিস্ট্রেট তাৎক্ষনিক সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেল আহমেদ’কে সেবাগ্রহীতাদের সাথে প্রতারনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫২ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে এমওডিসি ডা. কামরুল হাসান নোবেল উপস্তিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে স্যানেটারী ইন্সপেক্টর আল আমীন রহমান অভিযোগ উপস্থাপন করেন।আদালতকে সহযোগীতা করেন থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, নিয়মিত অভিযান পরিচালনাকালে মাদার ডেন্টাল কেয়ারে সেবা গ্রহীতাদের সাথে প্রতারণার বিষয়টি পরিলক্ষিত হওয়ায় ওই ডেন্টাল কেয়ারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ - নীলফামারী