
বিলুপ্ত হওয়া পটচিত্র আঁকার প্রশিক্ষণ নিচ্ছে দিনাজপুরের কয়েকশত শিশু শিক্ষার্থী। ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিধারন, লালন, চর্চা ও শিক্ষণ করতে বাংলাদেশে প্রথম শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে এই প্রশিক্ষণ দিচ্ছে দিনাজপুর আর্ট একাডেমি।
দিনাজপুর শহরের এই প্রতিষ্ঠানটি ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে শিশু কিশোরদের আর্ট প্রশিক্ষণ দিয়ে আসছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৩জন শিক্ষকের প্রচেষ্টায় ৪০০ শিশু কিশোর শিক্ষার্থী আর্ট প্রশিক্ষণ নিয়েছে। দিনাজপুর আর্ট একাডেমিতে পটচিত্র প্রশিক্ষণ নিচ্ছে জেলার ফুলবাড়ী, বিরামপুর, বিরল, বীরগঞ্জ ও দিনাজপুর সদরের বিভিন্ন এলাকার শতাধিক শিশু শিক্ষার্থীরা।
এ ব্যাপারে প্রশিক্ষণার্থীরা বলেন, এই শিল্প ও কর্মের মধ্য দিয়ে আমরা দেশ ও বিদেশি অনেক গুণী মানুষদের ইতিহাস ঐতিহ্য ও গল্প কাহিনী জানতে পারছি এবং ধরে রাখার জন্য আঁকছি। এসমস্ত গল্প পটচিত্রের মাধ্যমে তুলির আঁচড়ে দীর্ঘদিন ধরে রাখতে পারবো এবং মিক্সড মিডিয়া রং ব্যবহারের মাধ্যমে প্রত্যেকটি পটচিত্রের নান্দনিক সৌন্দর্য দিতে পারছি।
দিনাজপুর আর্ট একাডেমী পরিচালক ও প্রশিক্ষক আবু সাঈদ রুবেল জানান, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি নজরুল ইসলাম, দুই বাংলার জনপ্রিয় শিল্পী ও ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায় ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবন, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র নিয়ে পটচিত্র আঁকছে তার শিশু শিক্ষার্থীরা। ইতিমধ্যেই তার একডেমীর অনেক শিল্পী জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে।