জলঢাকায় বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করায় সংবাদ সম্মেলন

নীলফামারী জলঢাকায় পূর্ব আক্রোশ বসতঃ পরিকল্পিত ভাবে বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে একটি ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ রেখে জীবন নাশের হুমকি দিয়ে আসছে প্রভাবশালী পরিবার। প্রতিপক্ষ এই প্রভাবশালী ব্যক্তিদের অমানবিক নিষ্ঠুর কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আব্দুল জব্বার ( ৬৮ ) নামের এক ভুক্তভোগী। গতকাল ১১ই সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ড আমরুলবাড়ি সিএনজি পাম্প সংলগ্ন নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন স্ত্রী আবিতুন্নেছা ( ৫৫ ) পুত্র আল ইমরান ( ৩৬ ) ছেলে আল ইকরাম বিপ্লব চিশতী ( ৩১ )সহ বাড়ির সদস্যবৃন্দসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদকর্মীরা। 

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুল জব্বার বলেন, বর্তমানে আমি ও আমার পরিবারবর্গের জীবন নাশের হুমকিসহ প্রতিপক্ষের নানাবিধ ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন করছি। তিনি বলেন, বিগত ৯ বছর পূর্বে বর্তমান এই ঠিকানায় সাড়ে তিন শতাংশ জমি ক্রয়ের মাধ্যমে পাঁকা বাড়ী নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরাসহ সকল শ্রেণিপেশার মানুষের সাথে মিলে মিশে সম্মানের সাথে দিনাতিপাত করে আসছি। শান্তিপূর্ণ বসবাসের মধ্যে গত কয়েক মাস পূর্বে আক্রোশ বসতঃ এবং প্রতিহিংসা পরায়নে আমাদের বাসার মুল ফটক গেট সংলগ্ন জায়গায় টিনসেটের বেড়া লাগিয়ে দিয়ে আমাদের বাহিরে যাওয়ার রাস্তায় প্রতিবদ্ধগতা সৃষ্টি করে একমাত্র চলমান রাস্তাটি বন্ধ করে দেন প্রতিবেশি আব্দুর রহমান। এ সময় আমাদের কর্মস্থলের জন্য বাহিরে যাতায়াতের কষ্ট সাধ্য হয়। এমতাবস্থায় আমরা ঝগড়া বিবাদে না জরিয়ে সরল মনে আইনের আশ্রয় গ্রহন করি। এ সময় প্রশাসন আমাদের যথাসাধ্য সহায়তা করেছে। এ জন্য আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, অন্যদিকে আমরা যখন আইনের আশ্রয় গ্রহন করি তৎক্ষানিক তারা আরো বেপরোয়া হয়ে উঠে এবং সংঘাতপূর্ন পরিবেশ সৃষ্টি করে। প্রতিপক্ষের এমন আক্রোশপ্রসূত মনোভাব আমাদের ভীতির সৃষ্টি প্রবল করে । ফলে আমার পুত্র বাদী হয়ে জেলা বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন সুষ্ঠু বিচারের আশায়। যাহার নং ২৩/২০২৩ জলঢাকা ফৌঃ কাঃ বিঃ ১৩৩ ধারা মতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষের হিংসাত্মক তৎপরতা ও ক্রোধমত আক্রোশে আমিসহ আমার পরিবারবর্গ বর্তমানে উদ্বিগ্ন, উৎকন্ঠায় ও দুঃচিন্তায় দিনাতিপাত করছি।  এ জন্য যে, আমার পরিবারের শান্তি বিনষ্ট করে বসতবাড়ীর চলাচলের একমাত্র রাস্তাটি টিনের বেড়া লাগিয়ে বন্ধ করে দেয় পার্শ্ববর্তী জমি বিক্রয়কারী আব্দুর রহমান । আমরা আদালতের সরনাপন্ন হলে আব্দুর রহমান ও তার স্ত্রী সন্তানেরা আমাদের উপর চড়াও হয়ে ডাং মার করাসহ আমাদের বাড়ী ঘর ভেঙে দিবে মর্মে হুমকি দিতেছে যার ভিডিও অডিও রেকর্ড মোবাইলে ধারনসহ প্রয়োজনীয় তথ্য রয়েছে। আমরা আইনকে যথাযথ সম্মান করি। সেই সাথে জনগণের আস্থা ও জাতির বিবেক

গণমাধ্যমকে তথা সাংবাদিকদের আমি শ্রদ্ধা করি। তাই আপনাদের মাধ্যমে সার্বিক সহায়তা কামনা করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিতের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি, এবং বাড়ি যাতায়াতের জন্য রাস্তা বেড় করে দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।  

  • Related Posts

    জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    উদ্ভাবনে,অভিযানে,অংশীদারিত্বে, উন্নয়নের পথে একসাথে এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারী সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি “শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে…

    Continue reading
    জলঢাকার আলু বিদেশে রপ্তানি, চাষিদের স্বস্তি 

    নীলফামারীর জলঢাকা উপজেলার আলু মালেশিয়ায় রপ্তানি হচ্ছে। সানশাইন, সান্তানা, কুইনঅ্যানি, সেভেন, কুমারিকাসহ কয়েকটি জাতের আলু বিদেশে যাওয়ায় আলুর দাম নিয়ে দুঃসময়ে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন চাষি ও ব্যবসায়ীরা। ইতি মধ্যে…

    Continue reading

    সকল

    চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

    চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

    বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

    বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

    বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

    বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

    ‘হাসিনার পালানো’ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন

    ‘হাসিনার পালানো’ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন

    জেলা প্রশাসক সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব

    জেলা প্রশাসক সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব

    খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন সাদ্দাম হোসেন সভাপতি সরওয়ারুল আলম সেক্রেটারী

    খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন সাদ্দাম হোসেন সভাপতি সরওয়ারুল আলম সেক্রেটারী

    ভালবাসা দিবসেও ফুল বিক্রিতে ভাটা

    ভালবাসা দিবসেও ফুল বিক্রিতে ভাটা

    আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

    আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

    সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

    সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান