
নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির মহিলাদলের আয়োজনে দলীয় অফিস থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় অফিসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হেলেনা জেরিন খান। প্রধান বক্তা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাবেক এমপি মোছা:জাহান পান্না,বিশেষ অতিথি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, সহ সাধারণ সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু।অনুষ্ঠান টি পরিচালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা। সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু।
আলোচনা সভায় মহিলা দলের নেএীবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।