নীলফামারীর জলঢাকা উপজেলায় স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠন সিএসও প্রতিনিধিদের ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় হলরুমে উপজেলা সিএসও এর সভাপতি মর্তুজা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পশুপালন ও রোগ নিরাময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসুর রহমান। এসময় বক্তব্য রাখেন প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ জোবায়ের আহাম্মদ, উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, যুক্ত প্রকল্পের সমন্বয় কারী ইয়াসিন আলী ও উপজেলা সিএসও সম্পাদক সুনেত্রা রানী সন্ন্যাসী প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন যুক্ত প্রকল্পের গৌরব কুমার দাস। সংলাপে উপজেলার গৃহপালিত পশুপাখির রোগ নিরাময়সহ পশু পালন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বৃন্দ। মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক পরিচালিত ‘নারী অধিকার ও অংশগ্রহণমূলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ’ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আয়োজনে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সিএসও’র ত্রিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
জলঢাকায় বন্ধুমহল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
নীলফামারীর জলঢাকা উপজেলায় বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুমহল ফাউন্ডেশন ও এসএসসি ৯৫ ব্যাচের আয়োজনে শতাধিক শীতার্ত…