জলঢাকায় গ্রামবাসীর উদ্দোগে নদীর ওপর দৃষ্টিনন্দন কাঠের সেতু 

নীলফামারীর জলঢাকা উপজেলায় নদীর ওপর দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণ করল গ্রামবাসী।  সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া  চাড়ালকাটা নদী। 

এ নদী জেলা থেকে বিভক্ত করেছে সদর উপজেলার রামনগর, ও জলঢাকা উপজেলার শিমুলবাড়ি এবং খুটামারা ইউনিয়ন। ফলে শুস্ক মৌসুমে হাঁটুপানি আবার বর্ষা মৌসুমে নৌকায় পারাপার হতে হয় তিন ইউনিয়নের প্রায় ৪০ হাজার বাসিন্দাকে। বার বার একটি সেতুর দাবি জানালেও দীর্ঘ দিনেও নির্মাণ হয়নি এই সেতু। 

তাই গ্রামবাসী নিজেদের উদ্যোগে ৭ লাখ টাকা ব্যয়ে নদীর ওপর এই সেতু নির্মাণ করেছেন ।

বিভিন্ন সূত্রে জানা যায়,

চারালকাটা নদীর ঘুঘুমারী নাওঘাটে ১৯৭১ সালে একটি বাঁশের সাঁকো ছিল। সে সময়ের  বন্যায় বাঁশের সাঁকোটি ভেঙে গেলে স্বাধীনতার ৫০ বছরেরও সেখানে নির্মাণ হয়নি কোন সাঁকো। এতে রামনগর, শিমুলবাড়ি ও খুটামারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি গ্রাম থেকে গ্রামবাসী সহ সকল পেশার মানুষকেজেলা সদর সহ বিভিন্ন স্থানে যেতে হতো প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে। ঘুরে না গেলে জীবনের ঝুঁকি নিয়ে পার হতো নদী।ফলে যাতায়াতে পোহাতে হতো চরম দুর্ভোগ। 

কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ছিল না কোনো ব্যবস্থা।

এলাকাবাসীর অভিযোগ, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনের সময় ঘুঘুমারী নাওঘাটে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনে বিজয়ী হওয়ার পর মনে রাখেননি কেউ। তাই সরকার আসে সরকার যায় ব্রীজ আর হয় না।কবে যে হবে তা জানিনা। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সেখানে একাধিকবার ব্রিজ নির্মাণের জন্য মাপ নিলেও ব্রীজ হবে হবে করে আর হয় না।

বর্তমান সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.) বাঁশের সাঁকো নির্মাণের জন্য বরাদ্দ দিলেও তা ছিল খুব সামান্য।

সম্প্রতি স্থানীয় সামাজিক সংগঠন ঘুঘুমারী সোশ্যাল ওয়েলফেয়ার উদ্যোগ নিয়ে এলাকাবাসীর কাচ থেকে ৭ লাখ টাকার সহযোগিতায় রড সিমেন্টের পিলার ও কাঠ দিয়ে বানানো হয় দৃষ্টি নন্দন সেতু। 

৫৩টি খুঁটির ওপর দাঁড়ানো লাল সাদা সবুজ রঙ আকর্ষণীয় করে তুলেছে নাওঘাট এলাকার সেতুটিকে। বর্তমানে  কাঠের সেতুটি দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।

ঘুঘুমারী এলাকার মমিনুর রশীদ(৬৫) এ প্রতিবেদক কে বলেন, ৭১ সালে এখানে একটা কাঠের সেতু ছিল। ওটা ভেঙে যাওয়ার পর আর হয়নি। এখন এলাকাবাসী টাকা  সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে এই কাঠের সেতু বানাইছে। এখন আমাদের দুই এলাকার মানুষ যাতায়াত করতে পারছি। আমরা অনেক খুশি।

শিক্ষক আব্দুল কাইউম বলেন, এখানে সেতু না থাকায় আমরা নদী পাড় হতে খুব সমস্যায় পড়তাম,ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন  কাজে করতে জেলা শহরে যেতে পারতাম না। পরতে হতো চরম দূর্ভোগে। পড়াশোনার জন্য যেতে হতো ৩০ কিলোমিটার পথ ঘুরে। কাঠের সেতুটা হওয়ার কারণে আমরা সহজে পার হতে পারছি। তবে একটা স্থায়ী সেতু নির্মাণের  দাবি জানাচ্ছি।

আরিফুল ইসলাম  বলেন, এখানে সেতু লাগবে, এটাই আমাদের দাবী। সরকারের নির্দেশনা আছে গ্রামকে শহরে রূপান্তর করার। কিন্তু এমন ভোগান্তিতে কীভাবে গ্রাম শহরে রূপান্তর হবে। এ চারালকাটা নদীতে সেতু হলে এলাকার মানুষ উপকৃত হবে। এ এলাকাকে ডিজিটাল হিসেবে ঘোষণা করতে পারবো। দেশ ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে। কিন্তু স্মার্টের পরিচয় টা কী পেলাম আমরা। এখনো যদি কাঠের সেতু ব্যবহার করি তাহলে দেশ স্মার্ট কীভাবে হবে। আমরা এখানে একটা  ব্রিজ চাই।

উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র রায় বলেন সরকারের নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন সেখানে ব্রীজ নির্মানের জন্য  স্থানীয়  সংসদ সদস্য সহ উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা যে নির্দেশনা দিবেন আমরা সেই ভাবে কাজ করব।

এ বিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, নীলফামারী বাসীর সুবিধার্থে বিভিন্ন স্থানে সড়ক সেতু ও অন্য অবকাঠামো তৈরি হচ্ছে। বেশিরভাগ জায়গায় কাজগুলো শেষও হয়েছে। আমরা চেষ্টা করছি যেসব যায়গায় বাকি আছে সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ক্রমান্বয়ে সেতু ও সড়ক নির্মাণ করা হবে।

  • Related Posts

    জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    উদ্ভাবনে,অভিযানে,অংশীদারিত্বে, উন্নয়নের পথে একসাথে এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারী সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি “শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে…

    Continue reading
    জলঢাকার আলু বিদেশে রপ্তানি, চাষিদের স্বস্তি 

    নীলফামারীর জলঢাকা উপজেলার আলু মালেশিয়ায় রপ্তানি হচ্ছে। সানশাইন, সান্তানা, কুইনঅ্যানি, সেভেন, কুমারিকাসহ কয়েকটি জাতের আলু বিদেশে যাওয়ায় আলুর দাম নিয়ে দুঃসময়ে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন চাষি ও ব্যবসায়ীরা। ইতি মধ্যে…

    Continue reading

    সকল

    চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

    চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

    বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

    বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

    বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

    বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

    ‘হাসিনার পালানো’ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন

    ‘হাসিনার পালানো’ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন

    জেলা প্রশাসক সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব

    জেলা প্রশাসক সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব

    খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন সাদ্দাম হোসেন সভাপতি সরওয়ারুল আলম সেক্রেটারী

    খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন সাদ্দাম হোসেন সভাপতি সরওয়ারুল আলম সেক্রেটারী

    ভালবাসা দিবসেও ফুল বিক্রিতে ভাটা

    ভালবাসা দিবসেও ফুল বিক্রিতে ভাটা

    আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

    আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

    সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

    সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান