আজ ৭ সেপ্টেম্বর অপেক্ষার অবসান ঘটিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনায় মাতার দিন। তাই হলো। সিনেমা হলে কিং খান হাজির ‘জাওয়ান’ বেশে। মুক্তিপ্রাপ্ত ছবিটি দেখতে ভোরবেলায়ই দলে দলে প্রেক্ষাগৃহে চলে এসেছেন অনুরাগীরা। এরইমধ্যে দেখা হয়ে গেছে অনেকের। কেমন লেগেছে জাওয়ান তারা জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমকে।
দর্শকরা বলছেন, এক কথায় ব্লকবাস্টার। একের পর এক চমক রয়েছে ছবিতে। বিশেষ করে বিভিন্ন রূপে শাহরুখের অভিনয় এই ছবির আসল চমক। গল্পেও রয়েছে একের পর এক টুইস্ট। প্রথম দিন, প্রথম শো দেখে দর্শকরা বলছেন, শাহরুখের ক্যারিয়ারের সেরা ছবি ‘জাওয়ান’।
‘জাওয়ান’ দিয়ে তিন দশকের ক্যারিয়ারে রেকর্ড করেছেন কিং খান। প্রথম দিনই প্রায় ৬ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। জল্পনা ছিল, ওপেনিং ডে-তেই হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’। বিশ্লেষকদের ধারনা, তেমনটা হতে চলেছে।
‘জাওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।
রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা
রাজনীতির ময়দানে তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। নির্বাচনের আগে এখন প্রায় সকলে তাকিয়ে থাকেন নতুন কোন তারকা বা শিল্পী ভোটে লড়বেন। সেই নিয়ে শুরু হয়ে যায় বিস্তর জল্পনাও। এবার ভারতের…