নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীর সাথে অভিমান করে নাজমুল হোসেন ডুবার (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রোববার ( ৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর শহরের কয়াগোলাহাট দক্ষিণপাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত নাজমুল একই এলাকার বাবলু মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এক সন্তানের জনক নাজমুল হোসেনের সাথে তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে কলোহ চলছিল। ওইদিন সকালে তিনি স্ত্রীর সাথে অভিমান করে প্রতিবেশী তছির উদ্দিনের গাছে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ সৈয়দপুর থানায় আনা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।