দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিনামুল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ও জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিনামুল্যে মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান ডা. প্রফেসর সালাউদ্দীন শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দীন সরকার গোলাপ, ইউপি চেয়ারম্যান নুর এ কামাল প্রমূখ বক্তব্য রাখেন।
মেডিকেল ক্যাম্পে সকল রক্তরোগ, মেডিসিন, সার্জারী, কার্ডিওলজি, শিশু, শিশু সার্জারী, গাইনী এন্ড অবস, অর্থোপেডিক্স, ফিজিক্যাল মেডিসিন, ইএনটি ও গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের সহযোগিতায় চক্ষু পরীক্ষাসহ অপারেশন করা হয়। এছাড়াও ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস, রক্তের অধিকতর পরিক্ষা করা হয়।