নীলফামারীর সৈয়দপুরে ৩০ আগস্ট বেসরকারি উন্নয়ন সংস্থা শার্পের সমৃদ্ধি কর্মসূচির আওতায় বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে দিনব্যাপী সাধারণ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। রোগীদের সেবা প্রদান করেন ডাঃ আহাদ বকস (মেডিসিন বিশেষজ্ঞ) এবং ডাঃ সুলতানা নাসেরা তুলি (গাইনী বিশেষজ্ঞ)। ক্যাম্পের উদ্বোধন করেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান জুন।
উপস্থিত ছিলেন ইপিসি মোঃ আব্দুস সালাম সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা বৃন্দ। সংস্থাটি ২০১৮ সাল হতে প্রতি বছর একটি করে চক্ষু ক্যাম্প(ছানি অপারেশন), ০৪টি স্বাস্থ্য ক্যাম্প এবং প্রতি সপ্তাহে দুইটি করে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে হাজার হাজার দরিদ্র রোগীর বিনামূল্যে সেবা দিয়ে আসছে।