পুষ্টিক্ষেত্রে তথ্যপ্রযুক্তিঃ সকলের জন্য পুষ্টির এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা

নীলফামারী জেলা পুষ্টি সমন্বয় কমিটি (ডিএনসিসি) এর উদ্যোগে ও জয়েন্ট একশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সার্বিক সহযোগিতায় ৩০শে আগস্ট ২০২৩ এ জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো“আইসিটি ফর নিউট্রিশন”শীর্ষক দিনব্যাপি এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার কিভাবে একটি দেশের পুষ্টি উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বিভিন্ন ভাবে আলোকপাত করা হয়। কেয়ার বাংলাদেশ এর “জানো”প্রকল্প ২০১৮ সাল হতে পুষ্টি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করে চলেছে এবং এই কার্যক্রমের বিভিন œঅভিজ্ঞতা, সম্ভাবনা, চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ে আলোকপাত করাই ছিল উক্ত কর্মশালার মূল উদ্দেশ্য। জানে প্রকল্পটি তার বিভিন্ন পুষ্টি-ভিত্তিক উদ্যোগের মাধ্যমে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বা ঘচঅঘ ২ এর সাথে সমন্বয় কার্যক্রমে বাংলাদেশ সরকারের সহযোগী প্রকল্প হিসাবে কাজ করছে, আর কার্যক্ষেত্রে তথ্যপ্রযুক্তির উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরগুলির মধ্যে আরও ভাল সমন্বয় নিশ্চিত করতে ও আপামর জনসাধারনের পুষ্টি বিষয়ক জ্ঞানও সচেতনতা বৃদ্ধির জন্য নিরলস ভাবে কাজ করে চলেছে। সূচনা লগ œহতেএখন পর্যন্ত জানো প্রকল্প প্রায় চার লক্ষ মানুষের কাছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক তথ্য ও পরমর্শ পৌছে দিয়েছে। জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের এর অর্থায়নে ও অস্ট্রিয়ান ডেপেলপমেন্ট কোঅপারেশনের সহ-অর্থায়নে কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
নীলফামারী ডিএনসিসির সদস্য সচিব ও সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালাটির সূচনা হয়।এর পর জানো প্রকল্পের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিভিন œকার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা করা হয়এবংএরপর“পুষ্টি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহাররের সমস্যা ও সম্ভাবনা”শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ডঃ ফজলা রাব্বি, উপ-পরিচালক – বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি), শাহেদ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান – নীলফামারী সদর উপজেলা; তাহমিন হক ববি, সাংবাদিক ও সভাপতি নীলফামারী প্রেসক্লাব; ডাঃ মোঃ শহীদ উজ জামান, নির্বাহী পরিচালক – ইএসডিও; এবং আফরোজ মহল, প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ডইমপ্লিমেন্টেশনডিরেক্টর –প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আলোচনাটি সার্বিক ভাবে পরিচালনা করেন মারুফ আজম, কনসালটেন্ট – পাবলিক ও প্রাইভেট সেক্টরএনগেজমেন্ট, জানো প্রজেক্ট, কেয়ার বাংলাদেশ।
কর্মশালার প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ হাসান শাহরিয়ার কবির, মহাপরিচালক, বিএনএনসি বলেন, ”এই অনলাইন ভিত্তিক পুষ্টি কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থাপনা সিস্টেমটি জেলা ও উপজেলার পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং পরিবীক্ষণ প্রক্রিয়া জোর দার করছে”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা পুষ্টি সমন্বয়কমিটির সভাপতি পঙ্কজ ঘোষ, নীলফামারী। তিনি বলেন, “আমি বিশ্বাস করি আজকের আইসিটি কর্মশালাটি নীলফামারীর মানুষের পুষ্টি মানউন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কৃষি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির প্রোগ্রাম ম্যানেজার মার্গেরিটাক্যাপালবি। তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে জানো প্রকল্প যে পরিবর্তনএনেছে তা বাংলাদেশের পুষ্টি প্রশাসনের বিভিন্ন লক্ষ্য মাত্রা অর্জনে গুরুপূর্ণ ভূমিকা রাখবে।“
কর্মশালার বিশেষ অতিথি, সিভিল সার্জন ও নীলফামারী ডিএনসিসির সদস্য সচিব ডাঃ মোঃ হাসিবুর রহমান বলেন, “ইন্টারনেট, মোবাইল ফোন এবং অন্যান্য প্রযুক্তির ক্রমবর্ধমান গুরুত্বের সাথে পুষ্টি কার্যক্রমের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের প্রচুর সম্ভাবনা রয়েছে”।
বিশেষঅতিথি হিসেবেনীলফামারী পৌরসভার মেয়র দেওয়ানকামালআহমেদ বলেন, “পুষ্টিরউন্নয়নে উদ্ভাবনীসমাধানের জন্য আমাদের সম্মিলিতভাবেকাজকরতেহবে। আমিবাংলাদেশ জাতীয়পুষ্টিপরিষদ এবংজানোপ্রকল্পকেতাদেরঅসামান্য কাজের জন্য আন্তরিকধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পোর্শিয়ার হমান, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, জানো প্রকল্প, ইএসডিও। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে ছিলেন আমানুর রহমান, ডিরেক্টর, এক্সট্রিমরুরাল পোভার্টি প্রোগ্রাম, কেয়ার বাংলাদেশ, মোঃ ইখতিয়ার উদ্দিন খন্দকার, ডিরেক্টর, হেলথ, কেয়ার বাংলাদেশ, আফরোজ মহল, ডিরেক্টর, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মোঃ শহীদুজ্জামান, এক্সিকিউটিভ ডিরেক্টর, ইএসডিও এবং অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, সাংবাদিক, এনজি ও এবং বেসরকারিখাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন যারা অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেন।

  • Related Posts

    নীলফামারীতে স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

    “সূস্থ দেহ সুস্থ মন, জাগিয়ে তূলবো ক্রীড়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে সদর উপজেলা পর্যায়ে ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনূন্ঠিত হয়েছে।…

    Continue reading
    অনিয়মেই যেখানে নিয়ম, নীলফামারী সাব-রেজিষ্টার অফিসে দলিল সম্পাদনায় গুণতে হয় বাড়তি টাকা

    নীলফামারী সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে অভিযোগের অন্ত নেই। ঘুষ, অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই কার্যালয়টি। এখানে যে কোনো কাজ করাতে হলে আগে টাকা গুনতে হয়।…

    Continue reading

    সকল

    চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

    চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

    বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

    বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

    বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

    বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

    ‘হাসিনার পালানো’ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন

    ‘হাসিনার পালানো’ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন

    জেলা প্রশাসক সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব

    জেলা প্রশাসক সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব

    খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন সাদ্দাম হোসেন সভাপতি সরওয়ারুল আলম সেক্রেটারী

    খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন সাদ্দাম হোসেন সভাপতি সরওয়ারুল আলম সেক্রেটারী

    ভালবাসা দিবসেও ফুল বিক্রিতে ভাটা

    ভালবাসা দিবসেও ফুল বিক্রিতে ভাটা

    আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

    আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

    সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

    সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান