নীলফামারী ডিমলা উপজেলা চাপানী হাট প্রিমিয়ার রেসিডেন্সিয়াল মডেল স্কুল আয়োজনে,অর্ধ বার্ষিক ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট সকালে স্কুল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক।
ছিট মীরগঞ্জ শালনগ্রাম কামিল মাস্টার্স মাদ্রাসা প্রভাষক ইসমাইল হোসাইন এর সঞ্চালনায় সভাপতির আসন গ্রহণ করেন তিস্তা ডিগ্রী কলেজের অধ্যাপক মাহবুবর রহমান। এ সময় প্রভাষক ইসমাইল হোসেন বলেন, আমরা শুধু স্মার্ট বাংলাদেশের নাগরিক নই,বরং আমরা সমগ্র পৃথিবীর স্মার্ট নাগরিক। স্বাগত বক্তব্য রাখেন,প্রিমিয়ার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর অধ্যক্ষ হাসানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সভাপতি,ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি সমাজসেবক রেজাউল হক, সোনাখুলি হাজী জহরতুল্লাহ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবু বনমালী রায়, বিন্নাকুড়ি সহপ্রাবি সহকারী শিক্ষক ঠিকাদার হারুন অর রশিদ। এতে আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মাও.পাড়া বালিকা দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক,উত্তর সপ্রাবি সহকারী শিক্ষক খায়রুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রশিদ প্রমূখ।
সভায় বক্তাগণ প্রতিষ্ঠানটির সমৃদ্ধি অর্জন, সফলতার র্শীষে পৌঁছার ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষক ও অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীকে এগিয়ে আসার আহবান জানান।