গভীর রাতে উচ্চস্বরে গান বাজিয়ে দুই নারী দিয়ে অশ্লীল নৃত্যু উপভোগে মাতওয়ারা এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। সাধারান মানুষজনের রাত দুপুরে ঘুমের বেঘাত সৃস্টি করায় মানুষজন পুলিশ ডেকে এনে ওই আওয়ামী লীগ নেতাকে ধরিয়ে দিয়েছে। এলাকাবাসী জানায় ওই নেতার অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে পড়েছিলাম।
অভিযোগে জানা যায়, নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (৪০)। তিনি উত্তর ঝুনাগাছচাপানী গ্রামের সামছুল ইসলামের ছেলে। তার চাপানী বাজারে গোডাউন ঘর রয়েছে। সেখানে শুক্রবার দিবাগত মধ্যেরাতে তিনি এলাকার পল্লী চিকিৎসক প্রদীপ কুমার (৪২) সহ বহিরাগত গত দুই নারীকে নিয়ে আসে। এরপর সেখানে সাউন্ডবক্সে রাত দুপুরে উচ্চস্বরে গান বাজিয়ে ওই নারী দুইজনকে নিয়ে অশ্লীল নৃত্যু উপভোগ করছিল। আশেপাশে সাধারন মানুষজনের ঘুমের বেঘাত সৃস্টি হলে এলাকাবাসী বিষয়টি ডিমলায় অবগত করে গুদামঘরটি ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়ে তাদের আটক করে থানায় নেয়।
শনিবার এ ব্যাপার কথা হলে ডিমলা থানার ওসি লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গন উপদ্রব নিবারনের কল্পে ২৯০ ধারায় দুই নারী সহ তাদের আটক করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ডিমলা ব্লকেড কর্মসূচী পালিত
নীলফামারীর ডিমলায় সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা মাদকের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, হত্যার হুমকি ও হামলাকারিদের বিচারের দাবিতে ডিমলা উপজেলা শহরে ব্লকেড কর্মসুচি পালন করেছেন…