
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ কৃষকলীগ নীলফামারী জেলা শাখা সোমবার বিকেলে শোক র্যালী, বিক্ষোভ সমাবেশ ও দোয়ার আয়োজন করে।
শহরের হাসপাতাল সড়কস্থ কৃষকলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়। পরে কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ করে।
জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহসভাপতি কৃষিবিদ আজিজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক অধ্যাপক মৃনাল কান্তি রায়, মহিলা বিষয়ক সম্পাদক রতনা রায়, সদস্য আরিফুর রহমান মুক্তা, সদস্য এনায়েত কবির লুলু, পৌর কৃষকলীগের সভাপতি ফজলার রহমান ও সাধারণ সম্পাদক হাফেজুর রহমান বাবু, জলঢাকা উপজেলা শাখার সভাপতি রুহাত ফারুক প্রমূখ। পরে দোয়া অনুষ্ঠিত হয়।