নীলফামারীর সৈয়দপুর ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির ২০২৩-২০২৫ইং মেয়াদের পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৯ আগস্ট) রাত নয়টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিউটি সাইকেল স্টোরের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক। সংগঠনের কার্যকরী সদস্য সাংবাদিক সাকির হোসেন বাদলের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মেসার্স বাবুল ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী মো. বাবুল হোসেন সরকার প্রমুখ।
এর আগে শুরুতেই জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে সংগঠনের কার্যকরী কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের নিজের ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম,ঠিকানা এবং সংগঠনে স্ব স্ব পদ পদবি তুলে ধরেন।
এরপর সমিতির কার্যকরী কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এ শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি মো. আলতাফ হোসেন। পরে সকলকে প্রীতি ভোজে আপ্যায়িত করা হয়েছে।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০২২ সালে ১০ সেপ্টেম্বর বাণিজ্যিক ও শিল্পের শহর নীলফামারীর সৈয়দপুরের সকল ব্যবসায়ীদের নিয়ে সৈয়দপুর ব্যবসায়ী সমিতি নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। আর সম্প্রতি শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেনকে সভাপতি এবং মো. বাবুল হোসেন সরকারকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সৈয়দপুরে কুয়াশায় পলিথিন দিয়ে বোরো বীজতলা রক্ষার চেষ্টা কৃষকের
নীলফামারী সৈয়দপুরে কয়েক দিন ধওে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর শৈত প্রবাহ চলছে। এতে করে চলতি ইরি-বোরো মৌসুমে বীজতলা রক্ষায় চিন্তিত হয়ে পড়েছেন এ অঞ্চলের চাষীরা। তাই তারা পলেথিন…